ঈশ্বরদীতে আট কুকুরছানা হত্যায় অভিযুক্ত নারী কারাগারে
পাবনার ঈশ্বরদীতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আটটি কুকুরছানা হত্যার অভিযোগে গ্রেপ্তার নিশি রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার শুনানি শেষে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম এ আদেশ দেন।
পাবনা আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার রাতে ঈশ্বরদী পৌর এলাকার একটি বাসা থেকে নিশি রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের (এসএফডিএফ) উপজেলা কার্যালয়ের এক কর্মকর্তার স্ত্রী।
পুলিশ ডেইলি স্টারকে জানিয়েছে, একই রাতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন ২০১৯ সালের প্রাণিসম্পদ কল্যাণ আইনের ৭ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
কয়েক দিন আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সদ্যোজাত আট কুকুরছানা হত্যার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
আজ বিকেলে আদালতে হাজির করা হলে নিশি রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, সন্তানদের নিরাপত্তার জন্য তিনি শুধু কুকুরছানাগুলো সরিয়ে দিয়েছিলেন।