বাসে আগুন দিয়ে ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, যুবকের মৃত্যু
রাজধানীর মিরপুরে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়ার পর জনতার ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে এক যুবক মারা গেছেন।
আজ বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে মিরপুর ২ নম্বর চিড়িয়াখানা এলাকায় তুরাগ নদী সংলগ্ন বেড়িবাঁধ সড়কে বাসটি দাঁড়ানো ছিল।
তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ুর রহমান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
পুলিশ জানায়, বেড়িবাঁধে থেমে থাকা কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন দেয় ২ দুর্বৃত্ত। এ সময় স্থানীয় জনতা তাদের ধাওয়া দিয়ে একজনকে আটক করে।
অপর দুর্বৃত্ত ধাওয়া খেয়ে বেড়িবাঁধ থেকে তুরাগ নদীতে ঝাঁপ দেয়।
পুলিশ পরিদর্শক মতিয়ুর রহমান বলেন, 'সাড়ে ১০টার দিকে ঝাঁপ দেওয়া ওই যুবকের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছর। মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'
জানতে চাইলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান ডেইলি স্টারকে বলেন, 'রাত ১০টা ১০ মিনিটে মিরপুর বেড়িবাঁধে বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল সেখানে গিয়ে আগুন নির্বাপণ করে। বাসের সিটগুলো আগুনে পুড়ে গেছে।'
মৃত ও আটক যুবকের নাম-পরিচয় পুলিশ বা ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।