শ্যামনগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

By নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
27 March 2023, 15:03 PM

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে এক যুবকের বিরুদ্ধে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিশুর মা বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আজ সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম।

মামলায় বাদী জানান, শিশুটি সকালে স্থানীয় মক্তব থেকে পড়ে নূরনগর বাজার দিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় রবিউল ইসলামের (২৫) চায়ের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি শিশুকে দোকানে ডাকেন। এরপর দোকানের ভেতর নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন রবিউল। ঘটনাটি স্থানীয়রা জেনে গেলে তিনি দোকান খোলা রেখেই থেকে পালিয়ে যান।

ওসি মো. নুরুল ইসলাম জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে।