রেল দুর্ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে সেই রনির রিট

By স্টার অনলাইন রিপোর্ট
3 August 2022, 09:47 AM

সারা দেশে সম্প্রতি ঘটে যাওয়া রেল দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ীদের বিচারের আওতায় আনতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনে আদালতের নির্দেশনা চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন হাওলাদার রনি।

সম্প্রতি তিনি রেল সেবায় অব্যবস্থাপনার প্রতিবাদে করেন। আজ বুধবার সকালে রনি হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন। এতে তিনি চট্টগ্রামের মীরসরাই এবং গোপালগঞ্জে রেল দুর্ঘটনায় আহত ও মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দিতে আদালতের নির্দেশনা চান।

রনির আইনজীবী তাপস কান্তি বাউল দ্য ডেইলি স্টারকে বলেন, আগামী সপ্তাহের যে কোনো দিন রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।