ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষক
ঢাকার ধামরাইয়ে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে গণবিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আকতার-উল-আলম নিহত হয়েছেন।
আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে ধামরাই-কালিয়াকৈর সড়কের ভাড়ারিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, 'বিশ্ববিদ্যালয়ে আসার উদ্দেশে আমতলা বাজার এলাকা থেকে তিনি সিএনজি চালিত অটোরিকশায় ঢুলিভিটা যাচ্ছিলেন। ভাড়ারিয়া বাজার এলাকায় পৌঁছালে অন্য একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহন হন।'
তিনি আরও বলেন, 'প্রথমে তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নেয়া হয়। পরে সাভার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, 'নিহত শিক্ষকের মরদেহ আমরা হাতে পাইনি। তার মরদেহ হাসপাতাল থেকেই তার স্বজন ও সহকর্মীরা নিয়ে গেছেন।'
গণবিশ্ববিদ্যালয় থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মরহুমের প্রথম নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মৃতদেহ দাফনের জন্য জন্মস্থান টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ে যাওয়া হয়।
মুহাম্মদ আকতার-উল আলম ২০০৬ সালে গণবিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন শোক প্রকাশ করেন।