কুড়িলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলন্ত প্রাইভেটকারে আগুন

By স্টার অনলাইন রিপোর্ট
11 April 2024, 12:32 PM
UPDATED 11 April 2024, 19:46 PM

রাজধানী ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটি চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার বিকেলে ভাটারা থানাধীন এক্সপ্রেসওয়ের কুড়িল অংশে এ ঘটনা ঘটে।

তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল ৫টা ১৭ মিনিটে খবর পাই এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেটকারে আগুন লেগেছে। ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।'

এয়ারপোর্ট থেকে ফার্মগেট যাওয়ার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে প্রাইভেটকারটিতে আগুন লাগে।

ড়িতে কীভাবে আগুন লেগেছে তার বিস্তারিত জানা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস ধারণা করছে, গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে। তবে এটা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না।