আরও ২ মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ১৯

By স্টার অনলাইন রিপোর্ট
8 March 2023, 10:31 AM
UPDATED 8 March 2023, 19:12 PM

রাজধানীর গুলিস্তানে গতকাল বিস্ফোরণের ঘটনায় আজ বুধবার বিকেলে ভবনটিতে উদ্ধার অভিযান শুরু হয়। অভিযান শুরুর এক ঘণ্টার মধ্যে ২টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) মো. আক্তারুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিস এ উদ্ধার অভিযান শুরু করে।

পোস্তগোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জহির জানান, রাজউকের সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের কাছ থেকে নির্দেশনা পাওয়ার পর তারা উদ্ধার অভিযান শুরু করে।

উদ্ধার অভিযানের শুরুতেই দুই জনের মরদেহ উদ্ধারের পর মরদেহ দুটি অ্যাম্বুলেন্সে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

তারা হলেন-আনিকা এজেন্সির মালিক মোমিন উদ্দিন সুমন (৪৮) ও কর্মচারী রবিন হোসেন (২০)। স্বজনরা জানান, ঘটনার সময় তারা দোকানেই ছিলেন।

গতকাল বিকেলে সিদ্দিকবাজারে ওই বিস্ফোরণের ঘটনায় শতাধিক আহত হয়েছেন। 

এ বিস্ফোরণের ঘটনায় স্বজনরা ৩ জনের নিখোঁজ থাকার দাবি করলেও, ভবনটিতে কেউ আটকা পড়েননি বলে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ জানিয়েছিল।