আমাদের ধারণা গ্যাস থেকে বিস্ফোরণ হয়নি: তিতাস পরিচালক

By স্টার অনলাইন রিপোর্ট
8 March 2023, 09:39 AM

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণ গ্যাসের কারণে হয়নি বলে মনে করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আজ বুধবার দুপুরে গুলিস্তানে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিতাস গ্যাসের পরিচালক (অপারেশন) প্রকৌশলী মো. সেলিম এই কথা জানিয়েছেন।

তিনি বলেন, 'গতকাল এই সংবাদ পাওয়ার পরে ৩ পর্যায়ে আমরা তদন্ত করতে যাচ্ছি। আমরা র‌্যাবের সঙ্গে তদন্ত করছি। গ্যাস ডিটেক্টর মেশিন দিয়ে গ্যাসের আলামত নেওয়ার চেষ্টা করছি। এই বিল্ডিংয়ে আমাদের একটি রাইজার পেলাম। কিন্তু রাইজারটি ক্ষতিগ্রস্ত হয়নি, অক্ষত আছে।'

'গ্যাস ডিটেক্টর মেশিনে যে আলামত পাওয়া গেছে, তাতে বিস্ফোরণ হওয়ার মতো কিছু পাওয়া যায়নি। জিরো রেটিং পাওয়া গেছে। তিতাস গ্যাসের পক্ষ থেকে আমরা বলতে পারি যে, লাইন অক্ষত আছে। প্রাথমিকভাবে আমরা বলতে পারি গ্যাস থেকে হয়নি,' বলেন সেলিম।

তিনি আরও বলেন, 'অধিকতর তদন্তে কী পাওয়া যাবে সেটা বলতে পারব না। আমাদের ধারণা গ্যাস থেকে হয়নি।'