আফগানিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষে নিহত ২১, আহত ৩৮

By স্টার অনলাইন ডেস্ক
17 March 2024, 06:59 AM

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন।

প্রাদেশিক ট্রাফিক বিভাগের বরাত দিয়ে আজ রোববার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

রোববার সকালে হেলমান্দ প্রদেশের গেরাশক জেলায় এ ঘটনা ঘটে। হেলমান্দের প্রাদেশিক ট্রাফিক বিভাগের বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ কান্দাহার ও পশ্চিম হেরাত প্রদেশের মধ্যে সংযোগস্থাপনকারী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

হেলমান্দের ট্রাফিক কর্মকর্তা কুদরতউল্লাহ বলেন, 'একটি মোটরসাইকেল এসে যাত্রীবাহী বাসকে পেছন দিক থেকে ধাক্কা দিলে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি তেলের ট্যাংকারকে আঘাত করে।'

'দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে', যোগ করেন তিনি।

হেলমান্দের পুলিশ প্রধানের মুখপাত্র হিজাতুল্লাহ হাক্কানি বলেন, আহত ৩৮ ব্যক্তির মধ্যে ১১ জন গুরুতর আহত হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

সড়কের ভঙ্গুর অবস্থা ও চালকদের খামখেয়ালিপনার কারণে আফগানিস্তানের সড়ক দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনা হিসেবে বিবেচিত।