সুদানে সেনা হাসপাতালে ড্রোন হামলা, নিহত ৭
সুদানের দক্ষিণ কোরদোফান অঞ্চলের অবরুদ্ধ শহর ডিলিং-এ একটি সেনা হাসপাতালে ড্রোন হামলায় ৭ বেসামরিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন।
হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে আজ রোববার রাতে সংবাদ সংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক এএফপিকে জানান, নিহতদের মধ্যে রোগী এবং তাদের আত্মীয়-স্বজনরা রয়েছেন।
তিনি আরও জানান, হাসপাতালটিতে সামরিক সদস্যদের পাশাপাশি ডিলিং শহর ও এর আশেপাশের বাসিন্দাদেরও সেবা দেয়া হতো।
সুদানের দক্ষিণ কোরদোফান অঞ্চলের সীমান্তে অবস্থিত ডিলিং শহরটি বর্তমানে সরকারি সেনাবাহিনীর (এসএএফ) নিয়ন্ত্রণে থাকলেও চারপাশ থেকে এটিকে অবরুদ্ধ করে রেখেছে আধাসামরিক বাহিনী—পার্লামেন্টারি র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)।
গত তিন বছর ধরে এ অঞ্চলে দুই বাহিনীর মধ্যে সংঘাত চলছে।
মাত্র একদিন আগে একই অঞ্চলে ডিলিং শহর থেকে ১২০কিলোমিটার দক্ষিণে কাদুগলি শহরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত হয় ৬ বাংলাদেশী শান্তিরক্ষী।