যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র পরীক্ষার উদ্যোগ বিশ্ব শান্তি-নিরাপত্তার প্রতি হুমকি: ইরান

By স্টার অনলাইন ডেস্ক
31 October 2025, 03:41 AM
UPDATED 31 October 2025, 09:51 AM

সম্প্রতি পেন্টাগনকে আবারও পরমাণু অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই উদ্যোগ বিশ্বজুড়ে উদ্বেগ ও অস্বস্তি সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে ইরানও তাদের উদ্বেগের বিষয়টি জানিয়েছে।

আজ শুক্রবার এএফপির প্রতিবেদনে এ বিষয়টি জানা গেছে।

ট্রাম্পের ওই বিস্ময়কর নির্দেশকে গতকাল বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী দায়িত্বজ্ঞানহীন ও বিশ্ব শান্তি-নিরাপত্তার প্রতি গুরুতর হুমকি সৃষ্টিকারী সিদ্ধান্তের আখ্যা দেন।

আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলেন, 'একটি পরমাণু শক্তিধর মোড়ল আবারও পরমাণু অস্ত্রের পরীক্ষা শুরু করতে যাচ্ছে। একই মোড়ল ইরানের শান্তিপূর্ণ পরমাণু প্রকল্পকে (দীর্ঘ সময় ধরে) নেতিবাচক ভাবে উপস্থাপন করে আসছে।' 

' (আমেরিকানদের) পরমাণু অস্ত্র পরীক্ষা আবারও শুরু করার ঘোষণাটি পেছনের দিকে হাঁটার সমতুল্য এবং এটি একটি দায়িত্বজ্ঞানহীন উদ্যোগ, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি গুরুতর হুমকি', যোগ করেন তিনি। 

গতকাল বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেন, তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, যুক্তরাষ্ট্র যেন অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো 'সমানভাবে' পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করে।

ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছেন, 'অন্যান্য দেশের পরীক্ষামূলক কার্যক্রমের কারণে আমি যুদ্ধ দপ্তরকে (ডিপার্টমেন্ট অব ওয়ার) নির্দেশ দিয়েছি, যেন তারা আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করে। এই প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে।'

ট্রাম্প উল্লেখ করেছেন, 'রাশিয়া দ্বিতীয় স্থানে আছে, আর চীন অনেক পিছিয়ে তৃতীয় স্থানে। তবে আগামী পাঁচ বছরের মধ্যেই তারা সমান হয়ে যাবে।'