নেপাল থেকে আরও ২০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত

By স্টার অনলাইন রিপোর্ট
29 November 2025, 13:21 PM
জুন-নভেম্বর নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু করেছে বাংলাদেশ।

নেপাল থেকে আরও ২০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আজ শনিবার বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকায় অনুষ্ঠিত নেপাল–বাংলাদেশ জয়েন্ট স্টিয়ারিং কমিটি অন এনার্জির বৈঠকে গত বৃহস্পতিবার এ প্রস্তাব আনা হয়।

ইতোমধ্যে বছরের জুন-নভেম্বর নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু করেছে বাংলাদেশ।

ফারজানা মমতাজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা নেপালকে আরও ২০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রস্তাব করেছি। তারা জানিয়েছে, তারা দিতে পারবে।'

চলতি বছরের জুনে ভারতীয় ট্রান্সমিশন লাইন ব্যবহার করে ত্রিপক্ষীয় চুক্তির আওতায় নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি শুরু করে বাংলাদেশ।

গত বছরের অক্টোবরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), নেপাল ইলেকট্রিসিটি অথরিটি (এনইএ) এবং ভারতের এনটিপিসির (এনভিভিএন) সঙ্গে এই বিদ্যুৎ আমদানির চুক্তি হয়।

২০১৮ সাল থেকে নেপালের জলবিদ্যুৎ আমদানির উদ্যোগ নেওয়া হলেও ভারতের শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রক্রিয়াটি দীর্ঘদিন আটকে ছিল। অবশেষে গত বছর ভারতের সম্মতির পর বিদ্যুৎ আমদানি শুরু হয়।

ফারজানা মমতাজ বলেন, 'আমরা এখন আরও ২০ মেগাওয়াট আমদানি করতে পারব—এটা বিদ্যমান ভারতীয় ট্রান্সমিশন লাইন দিয়েই সম্ভব।'

তবে এ ক্ষেত্রে ভারতের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন হবে বলেও তিনি উল্লেখ করেন।

জয়েন্ট স্টিয়ারিং কমিটি অন এনার্জির ওই বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধি, জ্বালানি দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিসহ জ্বালানি বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।