১২ কেজি এলপিজির দাম ৯১ টাকা কমে ১২৭৩

By স্টার অনলাইন রিপোর্ট
3 August 2025, 10:58 AM

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে, জুলাই মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আজ প্রতি কেজি এলপিজির দাম ১০৬ টাকা ১১ পয়সা নির্ধারণ করা হয়েছে এবং সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত এ অনুযায়ী মূল্য কমানো হবে।

এছাড়া, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস প্রতি লিটারে ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত মাসে এই দাম ছিল ৬২ টাকা ৪৬ পয়সা।