১২ কেজি এলপিজির দাম ১৩৬৪ টাকা

By স্টার অনলাইন রিপোর্ট
2 July 2025, 10:54 AM

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে এক হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার নতুন এই দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

জুনে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৪০৩ টাকা। এর আগের মাসে ছিল এক হাজার ৪৩১ টাকা। এপ্রিলে দাম ছিল এক হাজার ৪৫০ টাকা।

বিইআরসি আজ জানায়, জুলাইয়ের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের ভোক্তাপর্যায়ের মূল্য সমন্বয় করা হয়েছে। বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূল্য প্রতি কেজি ১১৩ টাকা ৬৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

নতুন এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে বিইআরসি।