জ্বালানি তেলের দাম বাড়ানো-কমানোর হার

By স্টার অনলাইন রিপোর্ট
29 August 2022, 14:51 PM
UPDATED 29 August 2022, 22:14 PM

গত ৫ আগস্ট রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল সরকার। সেদিন ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা আর পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয়। ২৪ দিন পর আজ সোমবার সব ধরনের তেলের দাম লিটারে ৫ টাকা কমানোর ঘোষণা এসেছে।

এক নজরে দেখুন দাম বাড়ানো ও কমানোর চিত্র।

দাম বৃদ্ধি

ডিজেল ও কেরোসিন ৮০ টাকা থেকে ১১৪ টাকা। দাম বৃদ্ধির হার ৪২.৫ শতাংশ।

পেট্রোল ৮৬ টাকা থেকে ১৩০ টাকা। দাম বৃদ্ধির হার ৫১.১ শতাংশ।

অকটেন ৮৯ টাকা থেকে ১৩৫ টাকা। দাম বৃদ্ধির হার ৫১.৭ শতাংশ।

দাম কমানো

ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা থেকে ১০৯ টাকা। দাম কমানোর হার ৪.৩৯ শতাংশ।

পেট্রোল ১৩০ টাকা থেকে ১২৫ টাকা। দাম কমানোর হার ৩.৮৫ শতাংশ।

অকটেন ১৩৫ টাকা থেকে ১৩০ টাকা। দাম কমানোর হার ৩.৭০ শতাংশ।