‘দাগী’ দিয়ে দ্বিতীয়বারের মতো বড় পর্দায় ফিরছেন আফরান নিশো

By স্টার অনলাইন রিপোর্ট
24 October 2024, 09:29 AM
UPDATED 24 October 2024, 17:22 PM

আফরান নিশো অভিনীত দ্বিতীয় সিনেমার নাম 'দাগী'। গত ২১ অক্টোবর পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছে। 

নিশো অভিনীত প্রথম সিনেমা 'সুড়ঙ্গ' গত বছর ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল। 

চলতি বছরের শুরুতে ভারতের এসভিএফের সঙ্গে যৌথ আয়োজনে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দেয় আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সেই প্রতিষ্ঠানে দুটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন নিশো।

তার একটি পরিচালনা করছেন শিহাব শাহীন। সিনেমা সংশ্লিষ্ট অনেকেই বলছেন, দাগীর শুটিং শুরু হবে নভেম্বর মাসের মাঝামাঝি। আগামী বছর ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

শিহাব শাহীন পরিচালিত প্রথম সিনেমা 'ছুঁয়ে দিলে মন'। 'দাগী' তার দ্বিতীয় সিনেমা এবং আফরান নিশোরও দ্বিতীয় সিনেমা। 

ইতোমধ্যে শিহাব শাহীনের পরিচালনায় 'মরীচিকা' ওয়েব সিরিজটি দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।