শেহজাদ খান বীর আমাদের ছোট্ট রাজপুত্র: শাকিব খান

By স্টার অনলাইন রিপোর্ট
30 September 2022, 06:35 AM
UPDATED 30 September 2022, 13:00 PM

চিত্রনায়ক শাকিব খান জানিয়েছেন, শেহজাদ খান বীর তার ও বুবলির সন্তান।

তিনি আজ শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিটে তার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে শাকিব খান লিখেছেন, 'আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।'

তিনি লিখেন, 'শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।'