ফেসবুকে বুবলির ‘রহস্যময়’ পোস্ট

By স্টার অনলাইন রিপোর্ট
27 September 2022, 12:15 PM
UPDATED 27 September 2022, 18:24 PM

চিত্রনায়িকা শবনম বুবলির ফেসবুকে পোস্ট করা ছবি নিয়ে ভক্তদের মাঝে নানান জল্পনা-কল্পনা চলছে। আজ বিকেলে নিজের ভেরিফায়েড পেজে ছবি ২টি পোস্ট করেন তিনি।

বুবলির পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, তিনি পেটে হাত দিয়ে আছেন। এ নিয়ে ভক্তদের মাঝে জল্পনা-কল্পনা শুরু হয়। তারা কমেন্ট বক্সে বিভিন্ন কমেন্ট করছেন।

আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রে থাকাকালীন ছবি ২টি প্রকাশ্যে আনেন শবনম বুবলি। ছবির ক্যাপশন লিখেছেন 'মি উয়িথ মাই লাইফ।'

বুবলির রহস্যময় পোস্ট নিয়ে জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

২০২০ সালের ফেব্রুয়ারি থেকে মিডিয়া থেকে দূরে আছেন বুবলি। তখন গুঞ্জন ছড়িয়েছিল মা হয়েছেন এই অভিনেত্রী। তারপরে ২০২১ সালের জানুয়ারিতে প্রকাশ্যে আসেন শবনম বুবলি। তখন জানিয়েছিলেন, এতো দিন যুক্তরাষ্ট্রে ছিলেন। সেখানে ফিল্ম নিয়ে পড়াশোনা করছিলেন।