‘সিনেমা ২টিতে দর্শকরা আমাকে নতুন রূপে দেখতে পাবেন’

By স্টার অনলাইন রিপোর্ট
7 October 2022, 08:06 AM
UPDATED 7 October 2022, 14:17 PM

টেলিভিশন নাটক, চলচ্চিত্র, মঞ্চ—৩ মাধ্যমেই সমান তালে অভিনয় করছেন সুষমা সরকার। নুরুল আলম আতিক পরিচালিত 'ডুব সাঁতার' সিনেমা দিয়ে প্রথমবার বড় পর্দায় অভিষেক তার।

এই পরিচালকের নতুন সিনেমা 'পেয়ারার সুবাস' অভিনয় করেছেন সুষমা। মুক্তির অপেক্ষায় আছে সিনেমাটি।

এ ছাড়াও, মুক্তির অপেক্ষায় আছে সরকারি অনুদানের সিনেমা 'গাঙকুমারী'। এটি পরিচালনা করছেন ফজলুল করিম তুহিন।

সুষমা সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, '২ সিনেমায় ২ রকম চরিত্রে অভিনয় করেছি। অভিনয়ের ইচ্ছা থেকেই সিনেমায় কাজ করি। সিনেমা ২টি মুক্তি পেলে দর্শকরা আমাকে নতুন রূপে দেখতে পাবেন।'

sussmaa_srkaar_2.jpg
সুষমা সরকার। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

৩ মাধ্যমে অভিনয় করলেও টেলিভিশন নাটকই বেশি করেন মঞ্চ থেকে আসা এই অভিনেত্রী। যে কোনো চরিত্রের প্রতি রয়েছে তার দুর্বলতা।

সুষমা বলেন, 'অভিনয়শিল্পীর কাজ এক জীবনে বহু জীবনের স্বাদ নেওয়া। আর তা অভিনয় করেই সম্ভব। এখানেই শিল্পীর তৃপ্তি।'

আরিফ খান পরিচালিত নতুন ধারাবাহিক 'দাদুর জাদু'তে অভিনয় করছেন সুষমা। এনটিভিতে তার অভিনীত ধারাবাহিক 'জয়েন্ট ফ্যামিলি' প্রচারিত হচ্ছে।

প্রায় ২০ বছর ধরে মঞ্চে অভিনয় করছেন সুষমা। দেশ নাটকের বেশিরভাগ প্রযোজনার সঙ্গে তিনি নিজেকে যুক্ত করেছেন। বর্তমানে 'জলবাসর' ও 'নৃত্যপুরাণ' নাটকে নিয়মিত অভিনয় করছেন।

সুষমা বলেন, 'মঞ্চের প্রতি ভালোবাসা অনেক বেশি। সেজন্য মঞ্চে অভিনয় করছি। আরও বহু বছর মঞ্চে অভিনয় করতে চাই।'

নতুন ওয়েব সিরিজ 'হারাধনের ১০টি ছেলে'তে অভিনয় করতে যাচ্ছেন সুষমা।

অভিনয়ের বাইরে ৭১ টেলিভিশনের জন্য 'বিনোদন কারখানা' অনুষ্ঠান উপস্থাপনা করছেন এই অভিনেত্রী। তিনি বলেন, 'শখ থেকে উপস্থাপনা শুরু করি। এখন ভালোবাসা হয়ে গেছে। অভিনয় ও উপস্থাপনা ২টিই করতে চাই।'