সামান্থার বিয়ের আংটির দাম দেড় কোটি রুপি
সদ্য বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন দক্ষিণ ভারতীয় তারকা সামান্থা রুথ প্রভু। তবে বিয়ের চেয়ে তার আংটি নিয়ে বেশি আলোচনা হচ্ছে। সামান্থার বিয়ের আংটি নিয়ে কেন এত আলোচনা? পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়, বিরল লোজেঞ্জ-কার্ট হীরের বিয়ের আংটির দাম প্রায় ১ কোটি ৫০ লাখ রুপি। তবে কেবল দাম নয় অসাধারণ পোর্ট্রেট কাট ডিজাইন ও গ্রিক জুয়েলারির কারণেও আংটিটি সবার নজর কেড়েছে।
১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ইশা যোগা সেন্টারে নির্মাতা রাজ নিদিমরুর সঙ্গে সামান্থার বিয়ের অনুষ্ঠান থেকে আংটি নিয়ে আলোচনা শুরু হয়। অনুষ্ঠান শেষে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
লাল বেনারসি শাড়ি, মিনি¬মাল মেকআপ ও পরিমিত গয়নায় সামান্থা যেমন সবাইকে মুগ্ধ করেছেন, তার থেকেও বেশি মনোযোগ কাড়ে বিরল ও বিশাল হীরের বিয়ের আংটিটি।
ভারতের প্রথম সেলিব্রিটি জুয়েলারি বিশেষজ্ঞ প্রিয়াংশু গোয়েল পিঙ্কভিলাকে জানান, সামান্থার আংটিতে ব্যবহৃত হয়েছে অত্যন্ত বিরল লোজেঞ্জ-কাট ডায়মন্ড। সাধারণত লোজেঞ্জ-কাট হীরের মাঝে কিছু স্টেপস থাকে, কিন্তু সামান্থার ডায়মন্ডটি ছিল সম্পূর্ণ প্লেইন। এটাই একে আলাদা করেছে।'
গোয়েল আরও জানান, এই আংটিতে আছে ৮টি পোর্ট্রেট-কাট ডায়মন্ড পাপড়ি, কেন্দ্রে আছে ২ ক্যারেটের ডায়মন্ড এবং ৮টি কাস্টম ডায়মন্ড পেটালের অত্যন্ত সূক্ষ্ম ও কারিগরি নকশা।
তার ভাষায়, এটি তার হাতে যত সহজে মানিয়েছে, এটি তৈরি করা ততটাই জটিল। পৃথিবীতে মাত্র কয়েকটি ওয়ার্কশপ এমন দক্ষতায় পোর্ট্রেট ডায়মন্ড কাট ও অ্যাসেম্বল করতে পারে।
তিনি আংটির মূল্য ১ কোটি ৫০ লাখ রুপি বলে অনুমান করেন।
কে সেই রহস্যময় ডিজাইনার
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সামান্থার এই ভিনটেজ-স্টাইল হীরের আংটির ডিজাইনার হলেন থিওডোরোস সাভোপোলোস। তিনি গ্রিসের একজন বিখ্যাত জুয়েলারি নির্মাতা।
প্রতিবেদনে বলা হয়, থিওডোরোস সাভোপোলোস এথেন্সে থাকেন। তিনি খুব কম কাজ করেন। প্রতিবছর হাতে গোনা কয়েকটি ওয়ান-অফ (একক) হ্যান্ডক্রাফটেড গয়না তৈরি করেন,
বিয়েতে সামান্থার শাড়ির বিশেষত্ব
বিয়েতে সামান্থা পরেছিলেন, কাস্টম, হাতে বোনা খাঁটি কাতান সাটিন সিল্কের লাল বেনারসি শাড়ি। এটি বানাতে একজন কারিগরের ২ থেকে ৩ সপ্তাহ সময় লেগেছে। শাড়িতে ছিল পাউডার-জরি বুটির কাজ। নিশি বুনন করা বর্ডারে ছিল বে'জ-গোল্ড জরদৌজি। শাড়িটির স্টাইল করেছেন পল্লবী সিংহ ও সেলভি।
