‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২ নিয়ে ফিরছেন তাহসান

By স্টার অনলাইন রিপোর্ট
5 November 2025, 06:16 AM
UPDATED 7 November 2025, 16:30 PM

অভিনয় ও গান ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেও অন্যভাবে ফিরছেন কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। জনপ্রিয় পারিবারিক বিনোদনমূলক অনুষ্ঠান 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ' সিজন ২-এর সঞ্চালক হিসেবে এবারও দেখা যাবে তাকে।

গতকাল মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ-তারকা হোটেলে সংবাদ সম্মেলনে তাহসান জানান, তিনি সঞ্চালনা পুরোপুরি ছাড়ছেন না এবং কিছু কিছু প্রজেক্টে তাকে দেখা যাবে।

অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান বঙ্গ জানিয়েছে, শিগগিরই সিজন ২ আসছে। আগামী ডিসেম্বরে শুটিং শুরু হবে। নতুন সিজনে থাকবে আরও বেশি হাসি, মজা আর জমজমাট পারিবারিক আনন্দ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরিবারগুলো আবারও বিজয়ী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।

তাহসান আবারও ফেরার বিষয়ে বলেন, 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ আমার কাছে একটি বিশেষ অনুষ্ঠান, কারণ এই অনুষ্ঠান পরিবারগুলোকে আবারও বসার ঘরে একই সোফায় ফিরিয়ে এনেছে এবং তাদের মধ্যে মিষ্টি সব তর্ক-বিতর্ক আর হাসির একটি বিশেষ মুহূর্ত তৈরি করেছে।'

তিনি আরও বলেন, 'সিজন ২ আরও বড় পরিসরে হতে যাচ্ছে। সারা দেশ থেকে আরও নতুন নতুন পরিবারকে এই শোতে স্বাগত জানাতে, তাদের সাথে হাসতে এবং একসাথে নতুন সব স্মৃতি তৈরি করতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।'

আনুষ্ঠানিক ঘোষণার পর সিজন ২-এর জন্য নিবন্ধনও শুরু হয়ে গেছে। আয়োজকরা সারা দেশের উৎসাহী পরিবারগুলোকে আবেদন করার জন্য আমন্ত্রণ জানিয়েছে।

ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের সঙ্গে এই অংশীদারিত্ব নিয়ে প্রতিষ্ঠানটির সিইও হারুন ওর্তাজ বলেন, 'ফ্যামিলি ফিউড বাংলাদেশের সঙ্গে আবারও যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এই অনুষ্ঠানটি পরিবার, একতা এবং নির্মল আনন্দকে উদযাপন করে। এই মূল্যবোধগুলো আইগ্যাস ইউনাইটেডও গভীরভাবে ধারণ করে। আমরা আশা করছি, সারাদেশ থেকে আরও অনেক পরিবার এই আয়োজনে অংশ নেবে এবং অবিস্মরণীয় কিছু মুহূর্ত তৈরি করবে।'