যে কারণে এবার শিল্পী সমিতির নির্বাচনে থাকছেন না জায়েদ খান

By স্টার অনলাইন রিপোর্ট
20 February 2024, 08:47 AM
UPDATED 21 February 2024, 11:08 AM

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) এফডিসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিল্পী সমিতির নির্বাচন কমিশনের আপিল বোর্ড।

এবার জায়েদ খান ব্যক্তিগত কারণে নির্বাচন করবেন না বলে জানা গেছে।

এবারের শিল্পী সমিতির নির্বাচনে জোট গঠন করেছেন ঢাকাই চলচ্চিত্রের দুই খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। আসন্ন নির্বাচনে ডিপজল ও মিশা সওদাগরের এই প্যানেলে সাংগঠনিক সম্পাদক হিসেবে থাকছেন চিত্রনায়ক জয় চৌধুরী।

oklahoma.jpg
এবারের শিল্পী সমিতির নির্বাচনে জোট গঠন করেছেন ঢাকাই চলচ্চিত্রের দুই খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। ছবি: সংগৃহীত

ডিপজল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছি। একটা প্যানেল গোছানো হচ্ছে। এখনো সবকিছু চূড়ান্ত হয়নি। শিগগিরই একটা প্যানেল গুছিয়ে বিস্তারিত জানাবো। একটা দায়িত্ববোধ থেকে এই নির্বাচনে অংশ নিচ্ছি। বিএফডিসির মধ্যে ভালো একটা পরিবেশ ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব। জায়েদ খান তো আমাদেরই ছেলে, এইবার ব্যক্তিগত কারণে নির্বাচনে থাকছে না।'

কান.jpeg
জায়েদ খান ও মিশা সওদাগর। ছবি: সংগৃহীত

শিল্পী সমিতির বর্তমান কমিটিতে ডিপজল সহ-সভাপতি পদে রয়েছেন। এর আগে  তিনি সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে টানা দুইবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন মিশা সওদাগর। গত নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছিলেন। তবে পরাজিত হয়েছিলেন তিনি।

এদিকে আসন্ন  চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে থাকছেন না জায়েদ খান। গত নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে চিত্রনায়িকা নিপূণ আক্তারের সাথে জটিলতা তৈরি হয়। দুজনই মামলা করেন এবং পরবর্তী সময় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে একের পর এক আইনি জটিলতা তৈরি হয়।