নিউইয়র্কের ঠিকানায় উপস্থাপনায় জায়েদ খান

By স্টার অনলাইন রিপোর্ট
9 December 2024, 13:19 PM
UPDATED 9 December 2024, 19:26 PM

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত ঠিকানা পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্মে একটি বিনোদনমূলক অনুষ্ঠান উপস্থাপনা করবেন জায়েদ খান।

এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো অনুষ্ঠান উপস্থাপনা করছেন এই চিত্রনায়ক।

জায়েদ খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটা বিনোদনমূলক একটা অনুষ্ঠান হবে। জীবনে প্রথম সবকিছুই স্পেশাল। প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। আমি খুব এক্সাইটেড ও  নার্ভাস। দর্শক কীভাবে আমাকে গ্রহণ করেন, সেটা দেখার অপেক্ষায় আছি।'

তিনি আরও বলেন, 'দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি তুলে ধরব এই অনুষ্ঠানটির মাধ্যমে। কয়েকটি পর্ব দেখব, দর্শক গ্রহণ করলে নিয়মিত করব। না হলে বন্ধ করে দেবো।'

তিনি আরও বলেন, 'বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে। বাংলা ভাষাভাষীদের জন্য কাজ করে যাচ্ছে। আমার অনুষ্ঠানটি দর্শক গ্রহণ করলে ভালো লাগবে। আমাকে এমন একটি আয়োজনে রাখার জন্য ঠিকানা পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতি ভালোবাসা।'

জায়েদ খান ২০০৬ সালে 'ভালোবাসা ভালোবাসা' সিনেমার মাধ্যমে সিনেমায় আসেন। তার কয়েকটি সিনেমা হলো-সীমাহীন ভালোবাসা, প্রেম করব তোমার সাথে, নগর মাস্তান,অন্তর জ্বালা।