শিল্পী সমিতির নির্বাচন কবে, যা জানালেন নিপুণ

By স্টার অনলাইন রিপোর্ট
3 December 2023, 10:44 AM
UPDATED 3 December 2023, 16:51 PM

জাতীয় নির্বাচনের সাথে সাথে শিল্পী সমিতির নির্বাচনও আসন্ন। আগামী বছরের ৮ ফেব্রুয়ারির মধ্যে শিল্পী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, 'চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষদিকে।'

'জাতীয় নির্বাচনের কারণে এখন কোনো নির্বাচনের তফসিল ঘোষণা করা যাবে না' উল্লেখ করে নিপুণ বলেন, 'জাতীয় নির্বাচনের পর আগামী বছরের ৮ ফেব্রুয়ারিতে ঠিক সময়ে শিল্পী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আশা করছি কেউ কথা বলার সুযোগ পাবে না।'

তিনি আরও বলেন, 'শিল্পী সমিতির নির্বাচনে গতবারও আমার প্যানেলে চমক ছিল। এবারও থাকবে। আগামী নির্বাচনেও চমক নিয়েই প্যানেল ঘোষণা করব।'
 
২০২২ সালের ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সভাপতি নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক হন নিপুণ আক্তার।