চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে শাহনূরের বদলে মুক্তি

By স্টার অনলাইন রিপোর্ট
20 January 2025, 14:30 PM
UPDATED 20 January 2025, 21:53 PM

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি যুক্ত হয়েছেন। শিল্পী সমিতির নির্বাহী সদস্য পদ শূন্য থাকায় তাকে মনোনীত করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন সভাপতি মিশা সওদাগর। 

আরেক চিত্রনায়িকা শাহনূর পরপর ৩ মিটিংয়ের বেশি অনুপস্থিত থাকায় কার্যকরী পরিষদ তাকে বাদ দিয়ে সেই জায়গায় স্থলাভিষিক্ত করেছে চিত্রনায়িকা মুক্তিকে।

দর্শকনন্দিত অভিনেত্রী আনোয়ারা বেগমের মেয়ে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। তিনি গৌতম ঘোষ পরিচালিত 'পদ্মা নদীর মাঝি', লেখক ও পরিচালক হুমায়ূন আহমেদ পরিচালিত 'শ্রাবণ মেঘের দিন', চাষী নজরুল ইসলাম পরিচালিত 'হাসন রাজা' সিনেমায় অভিনয় করেছেন।