জওয়ানের আগামী ৩ দিনের টিকিট নেই সিনেপ্লেক্সে

By স্টার অনলাইন রিপোর্ট
18 September 2023, 11:31 AM
UPDATED 18 September 2023, 18:54 PM

বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত 'জওয়ান' গত ৭ সেপ্টেম্বর বাংলাদেশ ও ভারতে একইসঙ্গে মুক্তি পেয়েছে। ১১ দিনে বিশ্বব্যাপী সিনেমাটি ৮০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।

'জওয়ান' সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে রংধনু গ্রুপ ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

বাংলাদেশের ৪৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে এখনও দাপটের সঙ্গে চলছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখায় প্রতিদিন এর ৫৭টি শো চলছে। আগামী ৩ দিনের কোনো  টিকিট নেই বলে জানিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

সিনেপ্লেক্সের জ্যৈষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের এখানে জওয়ান সিনেমাটি খুব ভালো চলছে। আমাদের কোনো শাখাতে আগামী ৩ দিনের  টিকিট নেই। প্রথমে অল্প শো দিয়ে শুরু হলেও এখন ৫৭টি শো চলছে।'

'আগামী সপ্তাহে বাংলা সিনেমা মুক্তি পাবে। তখন নতুন করে শো টাইম তৈরি করতে হবে। দেশীয় সিনেমার বিষয়েও আমরা মনোযোগী। দেখা যাক কী হয়', যোগ করেন তিনি।

অ্যাটলি কুমার পরিচালিত 'জওয়ান' সিনেমায় শাহরুখ খানের বিপরীতে আছেন নয়নতারা। আরও আছেন দীপিকা পাডুকোন, বিজয় সেতুপতি, সঞ্জয় দত্ত।