শাহরুখের 'জওয়ান' ১ হাজার কোটির ঘরে

By স্টার অনলাইন রিপোর্ট
25 September 2023, 14:15 PM
UPDATED 25 September 2023, 23:54 PM

বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত 'জওয়ান' সিনেমাটি মাত্র ১৮ দিনেই হাজার কোটির ক্লাবে প্রবেশ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গতকাল রোববার 'জওয়ান' সিনেমাটি বিশ্বব্যাপী ১ হাজার কোটি রুপি অতিক্রম করেছে এবং শুধু ভারতেই সিনেমাটি আয় করেছে ৫৬০.৮৩ কোটি রুপি।

হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং ডের রেকর্ড ৭৫ কোটি রুপি। শুধু তাই নয়, ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে কম সময়ে ৩০০, ৪০০ ও ৫০০ কোটির ঘরে প্রবেশ করা প্রথম সিনেমা 'জওয়ান'। বিশ্বব্যাপী ১ হাজার কোটির ঘরে প্রবেশ করা সিনেমার মধ্যেও এটি প্রথম।

বলিউডে শাহরুখ খানই প্রথম নায়ক যিনি একই বছরে ২টি হাজার কোটির সিনেমা দিয়েছেন। এর আগে এ বছর 'পাঠান' দিয়েও হাজার কোটি রুপির মাইলফলক ছাড়িয়ে ছিলেন তিনি।

অ্যাটলি কুমার পরিচালিত 'জওয়ান' সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন নয়নতারা। আরও রয়েছেন দিপীকা পাডুকোন, সঞ্জয় দত্ত, প্রিয়মণি, সঞ্জীতা, সানিয়া মালহোত্রা।