কিছু বলার অবস্থায় নেই: পরীমনি

জাহিদ আকবর
জাহিদ আকবর
31 December 2022, 14:41 PM
UPDATED 5 January 2023, 18:28 PM

চিত্রনায়িকা পরীমনি ও শরিফুল রাজের বিবাহ বিচ্ছেদ নিয়ে গতরাত থেকে আলোচনা চলছে। 

আজ শনিবার দুপুরে এ বিষয়ে দ্য ডেইলি স্টারকে পরীমনি বলেন, 'আমি খুব একটা ভালো নেই এখন এই বিষয়ে কী বলবো? আমার মানসিক অবস্থাও বেশ খারাপ। কিছু বলার অবস্থায় নেই।' 

শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের বিষয়ে তিনি বলেন, 'অনেকদিন ধরে আমাদের সম্পর্কের টানাপোড়েন যাচ্ছিল। আমার সন্তানের দিকে চেয়ে ভালো থাকার চেষ্টা করেছিলাম। এমনভাবে কি কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায়? এমনভাবে সম্পর্ক রাখতে চাইনা। বিচ্ছেদের বিষয়ে আগামী কয়েকদিনের মধ্যে কিছু একটা করবো।'

এই বিষয়ে জানতে চিত্রনায়ক শরিফুল রাজের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। 

এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে চিত্রনায়িকা পরীমনি তার ব্যক্তিগত ফেসবুকে একটি পোস্টেরাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত দেন। সেখানে পরীমনি লিখেছেন, 'হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজরাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনেসুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।'