ভ্যাট সপ্তাহ: এনবিআরের লক্ষ্য ১ লাখ নতুন ব্যবসাকে ভ্যাটের আওতায় আনা
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আগামীকাল থেকে মাসব্যাপী ১ লাখ নতুন ব্যবসাকে ভ্যাটের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আজ মঙ্গলবার ঢাকায় এনবিআর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানান, রাজস্ব আহরণ জোরদার করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
বর্তমানে দেশে ৬ লাখ ৪৪ হাজার ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে এবং অক্টোবরে ৩ লাখ ৪৪ হাজার প্রতিষ্ঠান ভ্যাট রিটার্ন দাখিল করেছে।
এনবিআর চেয়ারম্যান বলেন, 'দেশে ব্যবসার পরিমাণের তুলনায় আমাদের ভ্যাট আদায় এখনো খুবই কম। রাজস্ব পুনরুদ্ধারে আমরা কাজ করছি।'
তিনি জানান, বহুল প্রত্যাশিত স্বয়ংক্রিয় ভ্যাট রিফান্ড ব্যবস্থা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কার্যক্রম শুরু হলে রিফান্ড পেতে বিলম্ব কমবে এবং ব্যবসায়ীদের জন্য স্বচ্ছতা বাড়বে।
ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যেন মধ্যস্থতাকারী ছাড়া নিজেরাই রিটার্ন দাখিল করতে পারে, সে জন্য এনবিআর এক-ক্লিকে ই-ভ্যাট রিটার্ন ব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে।
এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যাংকিংখাতে অস্থিরতার কারণে চলতি বছরে কর আহরণ ব্যাহত হয়েছে। এর ফলে করপোরেট কর আদায় দুর্বল হয়েছে। পাশাপাশি উন্নয়ন বাজেট কমে যাওয়ায় প্রত্যাশার তুলনায় রাজস্ব সংগ্রহ কম হয়েছে।
এনবিআর চেয়ারম্যান জানান, ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ৫ মাসে কর আদায় ১৬ শতাংশ বেড়ে যেতে পারে।
তিনি বলেন, ভ্যাট আইন সংশোধনের কাজ চলছে, যাতে প্রক্রিয়া সহজ করা যায় এবং চলমান স্বয়ংক্রিয়করণ কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া যায়।