স্বাভাবিক রূপে ফিরেছে চট্টগ্রাম বন্দর, জেটিতে ফিরিয়ে আনা হয়েছে ১৩ জাহাজ

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
25 October 2023, 08:00 AM
UPDATED 25 October 2023, 15:13 PM

চট্টগ্রাম বন্দরে কনটেইনার ও বাল্ক কার্গো লোডিং-আনলোডিং এবং ডেলিভারি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। আজ বুধবার সকালে স্বাভাবিক রূপে ফিরে আসে চট্টগ্রাম বন্দর।

ঘূর্ণিঝড় হামুনের কারণে গতকাল দুপুরে কার্যক্রম বন্ধ ছিল। ঝড়ের ক্ষতি এড়াতে গতকাল গভীর সাগরে সরিয়ে নেওয়া জাহাজগুলো ফিরিয়ে আনা শুরু হয়েছে। কর্তৃপক্ষ গতকাল বিকেলে বিভিন্ন বন্দরের জেটিতে নোঙর করা ২২টি জাহাজ গভীর সাগরে পাঠিয়েছিল।

এদিন ভোর ৫টা থেকে সকাল ৯টার মধ্যে ২২টি জাহাজের মধ্যে ১৩টি বিভিন্ন জেটিতে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সচিব মো. ওমর ফারুক।

তিনি আরও বলেন, 'সকাল ১০টার পরে বন্দরে কনটেইনার ও বাল্ক কার্গো লোডিং-আনলোডিং এবং ডেলিভারি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বাকি জাহাজগুলো বিকেলে জোয়ারের সময় ফেরত আনা হবে।'

সিপিএ কর্মকর্তা বলেন, বন্দর ইয়ার্ড থেকে কনটেইনার এবং কার্গো ডেলিভারি পুরোদমে চলছে।

জেটি ও বন্দরের জলসীমায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান ওমর ফারুক।