সাড়ে ৬ লাখ টন চাল-গম আমদানি করবে সরকার
চাল ও গমের দাম ওঠানামা ঠেকাতে এবং জাতীয় খাদ্য মজুত বাড়াতে ৬.৫ লাখ টন খাদ্যশস্য আমদানির প্রস্তুতি নিয়েছে সরকার।
আজ মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের এ প্রস্তাব অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি।
সরকারি পর্যায়ে (জি টু জি) চুক্তির মাধ্যমে ৩ লাখ টন চাল ও ৩ লাখ টন গম কিনবে খাদ্য মন্ত্রণালয়।
আমদানি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সরকারি ক্রয়সংক্রান্ত বিধিনিষেধও শিথিল করা হয়েছে। ৪২ দিনের পরিবর্তে শস্য আমদানির সময়সীমা কমিয়ে ১৫ দিন করা হয়েছে।
এছাড়া, সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি সিঙ্গাপুরভিত্তিক আদিত্য বিরলা গ্লোবাল ট্রেডিং পিটিই লিমিটেডের কাছ থেকে ৫০ হাজার টন 'বাসমতি নয়' এমন চাল আমদানির অনুমতি দিয়েছে। প্রতিষ্ঠানটি টন প্রতি ৩৫৪ দশমিক ১৯ মার্কিন ডলারে ওই চাল বিক্রি করবে।
চলতি বছরের ১ জুলাই থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ মোট ২৬ দশমিক ১৭ লাখ টন খাদ্যশস্য আমদানি করেছে। এর মধ্যে সরকার কিনেছে ২ দশমিক ২২ লাখ টন খাদ্যশস্য।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার পর্যন্ত সরকারি গুদামে মজুত থাকা খাদ্যেরে পরিমাণ ১৩ দশমিক ৭১ লাখ টন।
২০২৫-২৬ অর্থবছরে জুলাই এর শুরু থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সময়ে সরকার মোট ১৩ লাখ ৭ হাজার ৯৮৭ টন চাল ও গম বিতরণ করেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেশি।