আমদানি বাড়লে শুল্ক কমাতে পারে যুক্তরাষ্ট্র: বাণিজ্য উপদেষ্টা

By স্টার বিজনেস রিপোর্ট
14 September 2025, 12:09 PM
UPDATED 17 September 2025, 13:27 PM

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানো গেলে ওয়াশিংটনের আরোপিত শুল্কহারও কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা এস কে বশির উদ্দিন।

আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমাতে মার্কিন পণ্যের আমদানি বাড়ানোর ওপর শুল্কহার হ্রাস নির্ভর করছে।

বৈঠকে বাণিজ্য চুক্তি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে এস কে বশির উদ্দিন বলেন, চলতি মাসেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

তিনি আরও জানান, বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), গম, সয়াবিন ও তুলা আমদানি বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে তৈরি পোশাক রপ্তানি হওয়ার কারণে বর্তমানে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য বাংলাদেশের অনুকূলে রয়েছে। বাংলাদেশ প্রতিবছর যুক্তরাষ্ট্রে ৮ দশমিক ২ বিলিয়ন ডলারের বেশি পণ্য রপ্তানি করে, যার বিপরীতে আমদানি করে প্রায় ২ বিলিয়ন ডলারের পণ্য।