জাপানে ১ দিনে ২৩৫ মার্কিন সেনার করোনা শনাক্ত

By স্টার অনলাইন ডেস্ক
2 January 2022, 05:37 AM
UPDATED 2 January 2022, 11:44 AM

জাপানের ওকিনাওয়ায় মার্কিন ঘাঁটিতে একদিনে রেকর্ড সংখ্যক ২৩৫ সেনার করোনা শনাক্ত হয়েছে।

আজ রোববার জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া এ তথ্য জানিয়েছে।

তবে, তারা ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা তা জানা যায়নি।

এ নিয়ে জাপানের মার্কিন ঘাঁটিতে করোনা শনাক্ত হয়েছে মোট ৩ হাজার ৬১৩ জনের। দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপে মার্কিন মেরিন কর্পসের ক্যাম্প হানসেনে বিপুল সংখ্যক করোনা রোগীর কারণে জাপানের সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পাশাপাশি মার্কিন ঘাঁটিতে ভাইরাস প্রতিরোধক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলা হয়েছে, মার্কিন সেনাদের মধ্যে যে হারে করোনা রোগীর সংখ্যা বাড়ছে তাতে সেখানকার বেসামরিক কর্মীরা চরম ঝুঁকিতে পড়েছেন।

প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে থাকা মার্কিন সেনাবাহিনীকে জানিয়েছে, জাপানে আসার পর তাদের সেনাদের ২৪ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করতে হবে।

জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি অনুযায়ী মার্কিন সেনাদের জাপানের বিমানবন্দরে জাপানি নিয়ম অনুযায়ী কোয়ারেন্টিনে থাকতে হয় না। তাদের কোয়ারেন্টিনের বিষয়টি মার্কিন কর্তৃপক্ষ দেখে থাকে।

জাপান সরকার গণমাধ্যমকে জানিয়েছে, বিশ্বব্যাপী করোনার টিকাদান কর্মসূচি চলমান থাকায় ও ভাইরাসের প্রকোপ কমে যাওয়ায় গত সেপ্টেম্বর থেকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাদের পিসিআর পরীক্ষা থেকে অব্যাহতি দিয়েছে।