চীনের কাছে মাথা নত করব না: তাইওয়ানের প্রেসিডেন্ট

By স্টার অনলাইন ডেস্ক
10 October 2021, 05:55 AM

চীনের চাপের কাছে তাইওয়ানের জনগণ নতি স্বীকার করবে না এবং এই দ্বীপরাষ্ট্র তাদের গণতান্ত্রিক জীবনধারা অব্যাহত রাখতে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার অব্যাহত রাখবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীনের সঙ্গে তাইওয়ানকে একীভূত করার ঘোষণা দেওয়ার একদিন পর এমন মন্তব্য করলেন সাই।

আজ রোববার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের জাতীয় দিবসের এক আয়োজনে এসব কথা বলেন সাই ইং-ওয়েন।

তিনি বলেন, তার সরকার 'তাড়াহুড়ো করে কিছু করবে না', কিন্তু 'এ নিয়ে কোনো সন্দেহ নেই যে, তাইওয়ানের জনগণ কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না'।

তাইওয়ান চীনের মূল ভূখণ্ড থেকে প্রায় ১৬১ কিলোমিটার দূরের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় শাসিত দ্বীপরাষ্ট্র। ১৯৪৯ সালে চাইনিজ সিভিল ওয়ার শেষ হওয়ার পর থেকেই দেশ দুটি ভিন্ন ধারার শাসন ব্যবস্থায় পরিচালিত হয়ে আসছে।

দীর্ঘদিন ধরেই 'এক চীন'র অধীনে তাইওয়ানকে আনতে চাপ দিয়ে আসছে চীন, যা শি জিনপিংয়ের শাসনামলে আরও গভীর হয়েছে।