এবার ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

By স্টার অনলাইন ডেস্ক
15 September 2021, 07:17 AM

উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

তবে জাপান বলছে, একটি বস্তু নিক্ষেপ করা হয়েছে, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে।

আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এ ঘটনাকে 'অমানবিক' আখ্যা দিয়ে বলেছেন, এমন ঘটনা ওই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।

ক্ষেপণাস্ত্রগুলো কোন স্থানের উদ্দেশ্যে ছোড়া হয়েছে বা এগুলোর ফ্লাইট রেঞ্জ কেমন তা স্পষ্ট নয়। তবে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) বলছে, যেকোনো হুমকি মোকাবিলায় তাদের সেনাবাহিনী 'যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগিতায় সম্পূর্ণ প্রস্তুত আছে।' 

চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার এটি দ্বিতীয় অস্ত্র পরীক্ষা। এর আগে, গত সোমবার দেশটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যা জাপানের অনেক অংশে আঘাত করতে সক্ষম।