রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে মিলল শিক্ষার্থীর মরদেহ

By স্টার অনলাইন রিপোর্ট
27 October 2025, 03:46 AM
UPDATED 27 October 2025, 11:15 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিংপুলে এক শিক্ষার্থীর মরদেহ পাওয়া গেছে। গতকাল রোববার  তার মরদেহ পানি থেকে তোলা হয়। বিষয়টি নিশ্চিত করেন প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান।

ওই শিক্ষার্থীর নাম সায়মা হোসেন। তিনি ২০২০-২১ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি মন্নুজান হলের আবাসিক শিক্ষার্থী এবং কুষ্টিয়ার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শী তৌফিক রহমান বলেন, ঘটনার সময় আমরা জিমের কাছে খেলছিলাম। যখন তাকে পুল থেকে তুলে আনা হয়, ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়। পাঁচ মিনিটেরও বেশি সময় তিনি পানিতে ডুবে ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, 'খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তাকে মেডিকেল সেন্টারে নিয়ে যাই। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।'

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শঙ্কর বলেন, 'তাকে মৃত অবস্থায় আনা হয়েছিল। আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।'