একই প্রশ্নে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

By স্টার অনলাইন রিপোর্ট
14 October 2025, 04:21 AM

সারাদেশের মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর। একই দিনে, একই প্রশ্নে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে রোববার এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের যুগ্ম-সচিব (স্বাস্থ্য শিক্ষা) মল্লিকা খাতুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা একই দিনে একই প্রশ্নে হবে।'

তিনি জানান, শিক্ষার্থীদের ওপর চাপ কমাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ৬ অক্টোবর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ২০২৫-২৬ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের বুদ্ধিমত্তা ও মানবিক গুণাবলী মূল্যায়নের জন্য এ বছর প্রশ্নপত্রে কিছু পরিবর্তনও আনা হচ্ছে। তবে, নম্বর ও এমসিকিউ ফরমেট অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এর আগে এমবিবিএস ভর্তি পরীক্ষা গত ১৭ জানুয়ারি ও বিডিএস পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল।