টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটির অভাবনীয় সাফল্য

By স্টার অনলাইন রিপোর্ট
11 October 2025, 05:42 AM

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে প্রথম স্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

বুধবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ডিআইইউ তালিকার ৮০১–১০০০ অবস্থানে রয়েছে এবং গবেষণার মানের ক্ষেত্রে ২৯২তম স্থান অর্জন করেছে।

৮০১–১০০০ অবস্থানে থাকা অপর বিশ্ববিদ্যালয়গুলো হলো—গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়।

এ বছর মোট ২ হাজার ১৯১টি বিশ্ববিদ্যালয় এই তালিকাভুক্ত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিআইইউ কর্তৃপক্ষ জানিয়েছে, এই সাফল্য তাদের উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও জ্ঞানভিত্তিক ভবিষ্যৎ গঠনে অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে।

টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিং বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা, গবেষণা, শিল্প-সম্পৃক্ততা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি—এই চারটি সূচকে মূল্যায়ন করে।