ফলাফলে এগিয়ে কারিগরি শিক্ষা বোর্ড, পাসের হার ৮৯.৫৫

By স্টার অনলাইন রিপোর্ট
28 November 2022, 07:47 AM
UPDATED 28 November 2022, 15:45 PM

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ সোমবার। 

ফলাফলে দেখা যায়, পাসের হারে এগিয়ে আছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। 
  
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ১০ শতাংশ, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ এবং কারিগরি শিক্ষা র্বোডে পাসের হার ৮৯ দশমিক ৫৫ শতাংশ। ফলাফল পাসের হারে এগিয়ে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।

দেশের মোট ২৯ হাজার ৬৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেন ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী। গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ।