জাবিতে নেই উৎসবের আমেজ

By স্টার অনলাইন রিপোর্ট
11 September 2025, 04:51 AM
UPDATED 11 September 2025, 15:42 PM

৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। তবে নির্বাচনী আমেজ বা উৎসবের যে প্রত্যাশা ছিল, তা ক্যাম্পাসে খুব একটা দেখা যায়নি।

আজ বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টা পর্যন্ত ক্যাম্পাসের ঘুরে দেখা যায়, তখনো ভোটারদের উপস্থিতি কম।

তাজউদ্দীন আহমদ হল, ২১ নং ছাত্র হল, রফিক জব্বার হল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, মাওলানা ভাসানী হল, কবি কাজী নজরুল ইসলাম হল, রোকেয়া হল, ফজিলাতুন্নেসা হল, তারামন বিবি হল, জাহানারা ইমাম হল এবং প্রীতিলতা হলে ঘুরে ভোটারদের লাইন খুবই কম দেখা গেছে।

এমনকি কিছু হলে কোনো লাইনই দেখা যায়নি।

ভোট দিতে এসেছিলেন তাজউদ্দীন হলের অয়ন চন্দ্র দাশ। এই জবি শিক্ষার্থী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভোটের পরিবেশ বেশ ভালো। জীবনে প্রথমবার ভোট দিতে এসেছি। নিজের মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করছে।'

মাওলানা ভাসানী হলের আবু তাহের বলেন, 'আমি ভোট দিয়েছি। এই প্রথম কোনো নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেলাম। পরিবেশ ঠিকঠাক। আমার খুব ভালো লেগেছে।'