আইফোন ১৮ কেন এখনই আলোচনায়

অরণ্য সৌরভ
অরণ্য সৌরভ
30 November 2025, 08:05 AM
UPDATED 30 November 2025, 14:15 PM
জানা যাচ্ছে, আইফোন ১৮তে কিছু বড় পরিবর্তন আনতে চলেছে অ্যাপল। ডিজাইন থেকে শুরু করে চিপ পর্যন্ত পরিবর্তন হতে পারে।

অ্যাপল মাত্রই আইফোন ১৭ বাজারে এনেছে। তবে এরমধ্যেই পরবর্তী প্রজন্মের আইফোন ১৮ সিরিজ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। জানা যাচ্ছে, আইফোন ১৮তে কিছু বড় পরিবর্তন আনতে চলেছে অ্যাপল। ডিজাইন থেকে শুরু করে চিপ পর্যন্ত পরিবর্তন হতে পারে।

নতুন লঞ্চ টাইমলাইন

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, অ্যাপল সাধারণত প্রতি বছরের সেপ্টেম্বরে নতুন আইফোন বাজারে আনে। কিন্তু এবার সেই ধারা বদলাতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স আসবে আগামী বছরের সেপ্টেম্বরে। এর সঙ্গে থাকবে আইফোন এয়ার ও অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন। অন্যদিকে আইফোন ১৮ ও  আইফোন ১৮ই নামের আরও সাশ্রয়ী সংস্করণ আসবে কিছু মাস পর, সম্ভবত ২০২৭ সালের শুরুতে। অ্যাপল নাকি এভাবে ধাপে ধাপে লঞ্চ করতে চায়, যেন প্রিমিয়াম মডেলগুলো আগে আলাদা করে বাজারে নজর কাড়তে পারে।

ডিজাইনে সূক্ষ্ম পরিবর্তন

আইফোন ১৮ সিরিজে বড় কোনো ডিজাইন বিপ্লব না এলেও কিছু পরিবর্তন থাকবে বলে ধারণা করা হচ্ছে। ডাইনামিক আইল্যান্ড এবার হবে ছোট ও আরও পরিষ্কার। কারণ কিছু ফেস আইডি সেন্সর থাকবে ডিসপ্লের নিচে। এতে স্ক্রিন হবে আরও বড় ও বাধাহীন। ক্যামেরা অ্যাকশন বাটন আগের স্যাফায়ার-কাভার্ড ভার্সনের বদলে আরও সহজ ও টেকসই মডেলে আসতে পারে। এই ছোট পরিবর্তনগুলো আইফোন ১৮-কে আগের চেয়ে অনেক বেশি স্মার্ট ও পরিশীলিত করবে।

অ্যাপলের নতুন এ২০ চিপ

আইফোন ১৮ সিরিজে থাকবে অ্যাপলের এ২০ চিপসেট, যা তৈরি হবে ২ ন্যানোমিটার প্রযুক্তিতে। এই চিপ হবে এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে শক্তিশালী প্রসেসর। আগের এ১৯ চিপের তুলনায় অধিক গতি ও দক্ষতাসম্পন্ন। র‌্যাম বাড়বে, স্ট্যান্ডার্ড মডেলে থাকবে ১২ গিগাবাইট এলপিডিডিআর৫এক্স র‌্যাম। নতুন প্রসেসরটি অন-ডিভাইস কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারেও সহায়তা করবে।

কানেকটিভিটি ও ডিসপ্লেতে উন্নতি

নতুন সিরিজে থাকবে আরও দ্রুতগতির সি-টু মডেম, যা ইন্টারনেট কানেকশনকে করবে স্থিতিশীল ও দ্রুত। গুঞ্জন আছে, এতে থাকতে পারে স্যাটেলাইটভিত্তিক ফাইভজি সংযোগ, সম্ভবত স্টারলিংকের সহায়তায়। ডিসপ্লেতে ডাইনামিক আইল্যান্ড ছোট হওয়ায় স্ক্রিন স্পেস আরও বাড়বে। ধীরে ধীরে অ্যাপল নচবিহীন পূর্ণ ডিসপ্লে আইফোনের দিকে এগোচ্ছে।

আইফোন ১৮ সিরিজে সম্ভাব্য মডেল

১. আইফোন ১৮ প্রো
২. আইফোন ১৮ প্রো ম্যাক্স
৩. আইফোন এয়ার
৪. আইফোন ফোল্ড (ফোল্ডেবল)
৫. আইফোন ১৮
৬. আইফোন ১৮ই

সম্ভাব্য দাম

আইফোন ১৮: ৭৯৯ ডলার।

আইফোন এয়ার: ৯৯৯ ডলার।

আইফোন ১৮ প্রো/প্রো ম্যাক্স: ১ হাজার ৯৯ থেকে ১ হাজার ১৯৯ ডলার।

ফোল্ডেবল আইফোন: ১ হাজার ৯৯৯ ডলার বা তার বেশি।

২০২৬ সাল হবে অ্যাপলের ৫০তম বর্ষপূর্তি। তাই এই বছরেই তারা আইফোনে আনতে পারে একাধিক নতুন প্রযুক্তি। ডিজাইন, চিপসেট, ডিসপ্লে এবং ফোল্ডেবল প্রযুক্তি—সব মিলিয়ে আইফোন ১৮ সিরিজ হতে যাচ্ছে এক নতুন যুগের সূচনা।