আইওএস ২৬ আপগ্রেড করা কি ঠিক হবে? লিকুইড গ্লাসের সুবিধা ও অসুবিধা

By স্টার অনলাইন ডেস্ক
29 October 2025, 06:29 AM

মাস খানেকের বেশি সময় ধরে উন্মুক্ত আইওএস ২৬। তবে অনেক ব্যবহারকারী এখনও সিদ্ধান্ত নিতে পারেননি, এই আপডেটটি ইনস্টল করবেন কি না।

টেকক্র্যাঞ্চের প্রতিবেদনে বলা হয়, আইওএস ২৬ দিয়ে মোবাইল ওএসে দশকের মধ্যে সবচেয়ে বড় ডিজাইন পরিবর্তন এনেছে অ্যাপল। এটি আইফোনে লিকুইড গ্লাস থিম এনেছে। তবে উন্মুক্ত হওয়ার পর ব্যবহারকারীরা এই নতুন আপডেট সম্পর্কে নানা মত দিয়েছেন। নতুন স্বচ্ছ ভিজ্যুয়াল স্টাইল, ব্যাটারি নিয়ে অভিযোগ ও অন্যান্য ত্রুটির অভিযোগ তুলেছেন তারা। অনেক ব্যবহারকারী মনে করছেন, এখনই আপডেট ডাউনলোড করার প্রয়োজন নেই। কারণ একবার আইওএস ২৬ ডাউনলোড করে লিকুইড গ্লাসে গেলে আর পেছনে ফিরতে পারবেন না।

তবুও আইওএস ২৬-এ কিছু সুবিধাও আছে। এখানে কিছু কারণ উল্লেখ করা হলো, কেন আপনার আইফোনে আইওএস ২৬ ডাউনলোড করা উচিত বা উচিত নয়।

সুবিধা: কিছু নতুন ফিচার খুব ভালো

প্রত্যেক আইওএস আপডেটে কিছু নতুন ফিচার আনা হয়। কোনো বছরে নতুন ফিচার কম আসে, আবার কোনো বছরে অনেক ফিচার যোগ করা হয়। আইওএস ২৬-এ উল্লেখযোগ্য কয়েকটি নতুন ফিচার যোগ করা হয়েছে।

লাইভ ট্রান্সলেশন: টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, এতে মেসেজ, ফেসটাইম ও ফোন কলে লাইভ ট্রান্সলেশন আছে। এই ফিচারের মাধ্যমে ভিন্ন ভাষায় কথা বলা দুইজন ব্যবহারকারী ফোনে একে অপরের কথা বোঝার সুযোগ পাবে। এটিই সম্ভবত এখন পর্যন্ত অ্যাপল ইন্টেলিজেন্সের সবচেয়ে কার্যকর ব্যবহার। অবশ্য, আগে বলা কথার অনুবাদ শুনে তারপর প্রতিক্রিয়া জানাতে একটু অদ্ভুত লাগতে পারে। কিন্তু পুরোপুরি না বোঝার চেয়ে এটি ভালো।

তাই বলতে হবে, এটি অবশ্যই একটি ভালো ফিচার। এছাড়া মেসেজ গ্রুপে চ্যাটে পোল তৈরি ও পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড সেট করা যাবে।

iphone.jpg
ছবি: অ্যাপল

সুবিধা: লিকুইড গ্লাস ডিজাইন

লিকুইড গ্লাস কেবল আইফোনেই আসেনি। ম্যাকওএস তাহো ২৬, আইপ্যাডওএস ২৬ এবং অন্যান্য ওএস আপডেটের এসেছে। এটি ম্যাকবুক, আইপ্যাড ও অ্যাপল ওয়াচের চেহারাও বদলে দিচ্ছে। ম্যাশেবলের টেক এডিটর আইপ্যাডওএস ২৬ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। অনেক ব্যবহারকারী এই ফিচারের ট্রান্সলুসেন্ট গ্লাস ইফেক্ট পছন্দ করেছেন।

লিকুইড গ্লাসের সঙ্গে নতুন কাস্টম লক স্ক্রিনও যোগ করা হয়েছে।

iphone1.jpg
ছবি: অ্যাপল

অসুবিধা: সবার লিকুইড গ্লাস পছন্দ নাও হতে পারে

আইওএস ২৬-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল লিকুইড গ্লাস। এই আপডেট ইনস্টল করার পর আইফোনের ইউজার ইন্টারফেস (ইউআই) পাল্টে যাবে। সবকিছুকে একদম লিকুইড গ্লাসের মতো দেখাবে। কিন্তু সমস্যা হলো, সবাই লিকুইড গ্লাস পছন্দ নাও করতে পারে। যদিও ইউজার ইন্টারফেস কিছুটা নিয়ন্ত্রণ করার সুযোগ আছে। তবে সংযোজিত ইফেক্ট ও স্বচ্ছতা সবার ভালো লাগবে না। তাছাড়া এটিকে পুরোপুরি বন্ধও করা যায় না।

আইওএস ২৬-এর সর্বশেষ বিটা সংস্করণে নতুন 'টিন্টেড গ্লাস' মোড আছে। এটি ব্যবহার করে লিকুইড গ্লাসের চেহারা কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে। কিন্তু পুরোপুরি পুরনো ইন্টারফেসে ফেরা সম্ভব নয়। তাই যেসব ব্যবহারকারীর এ ধরনের ইন্টারফেস ভালো লাগে না, তাদের জন্য আইওএস ২৬ ইনস্টল আপাতত স্থগিত রাখা ভালো হতে পারে।

iphone2.jpg
ছবি: অ্যাপল

সুবিধা: গুরুত্বপূর্ণ অ্যাপ রিডিজাইন

নতুন ফিচার ও নতুন ডিজাইনের পাশাপাশি আইওএস ২৬ অন্তত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপের রিডিজাইন করেছে। অবশ্যই, ফটোস অ্যাপের কথা বলা হচ্ছে।

আইওএসের আগের সংস্করণগুলোর ফটোস নিয়ে ব্যবহারকারীদের মিশ্র প্রতিক্রিয়া ছিল। কারণ একাধিক ট্যাব এমনভাবে সাজানো ছিল, যা অনেক ব্যবহারকারীর জন্য বিভ্রান্তিকর ছিল। ফলে অভ্যস্ত না হওয়া পর্যন্ত লাইব্রেরি বা ফেভারিট ফোল্ডার খুঁজে পাওয়া কঠিন ছিল। তবে আইওএস ২৬-এ ফটোসকে স্ট্রিমলাইন করা হয়েছে। ফলে স্ক্রিনের নিচে কেবল দুইটি ট্যাব থাকে, যথাক্রমে লাইব্রেরি ও কালেকশনস। এর মধ্যে একটিতে ফোনের সবকিছু দেখা যাবে। আর অন্যটিতে ফোল্ডারে রাখা সবকিছু দেখানো হবে।

battery.jpg
ছবি: সংগৃহীত

অসুবিধা: ব্যাটারি সমস্যার সম্ভাবনা

অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, আইওএস ২৬ তাদের আইফোনের ব্যাটারি লাইফকে প্রভাবিত করছে। এমনকি পুরোপুরি নষ্ট করছে বলেও অভিযোগ করেছেন কেউ কেউ। অবশ্য বেশিরভাগ ব্যবহারকারীর জন্য এটি প্রযোজ্য নয়। তবে এর মানে এই নয় যে, এটি পুরোপুরি সত্য নয়।

এর কিছু সম্ভাব্য কারণ থাকতে পারে। অ্যাপল নিজেই বলছে, এটি একটি অস্থায়ী সমস্যা। সাধারণত নতুন আপডেটের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় এই ধরনের সমস্যা দেখা দেয়।