ইসিতে আপিলের পর আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা তাসনিম জারার

By স্টার অনলাইন রিপোর্ট
5 January 2026, 12:19 PM

নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন তাসনিম জারা।

আজ সোমবার বিকেলে আপিল শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি আইনি প্রক্রিয়ায় লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

বিকেল চারটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকা অঞ্চলের নির্ধারিত বুথে আপিল আবেদন শেষে তিনি বলেন, 'একদম দেড় দিনের মাথায় প্রায় ৫ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের স্বাক্ষর দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ করেছেন, ভলান্টিয়ারিং করেছেন। এটার প্রতি সম্মান জানিয়ে আমরা আইনি লড়াইটা চালিয়ে যাব।'

তিনি আরও বলেন, 'যারা স্বাক্ষর করেছেন–ওনারা চান আমি যাতে নির্বাচনে কনটেস্ট করতে পারি। সেজন্য আমরা আপিল করেছি এবং আইনি প্রক্রিয়ায় লড়াইটা চালিয়ে যাব।'

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-৯ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তাসনিম জারা।

যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন (ইসি) ৩ জানুয়ারি তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।