বিমান পাইলটের ক্যামেরায় ইরান-ইসরায়েল যুদ্ধ

By স্টার স্পেশাল
17 June 2025, 16:15 PM

প্রায় ৪০ হাজার ফুট উচ্চতা থেকে পৃথিবীর দৃশ্য সব সময়ই মনোমুগ্ধকর। কিন্তু সেই মুগ্ধতা মুহূর্তেই মিলিয়ে কীভাবে তীব্র ভয় আর আতঙ্কের জন্ম নিলো সেই বর্ণনা জানিয়েছেন ক্যাপ্টেন ইনাম তালুকদার। তার সঙ্গী ছিলেন কো-পাইলট রাফসান রিয়াদ।

'আমাদের উড়োজাহাজ তখন পারস্য উপসাগরের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। ডানদিকে ইরান, আর বাঁয়ে কিছুটা পেছনে বাহরাইন। সূর্য তখনো ওঠেনি, কিন্তু পূবের আকাশে ক্ষীণ আলো দেখা যাচ্ছিল। হঠাৎ করেই ইরানের আকাশে উজ্জ্বল আলোর ঝলকানি দেখতে পাই। প্রথমে ভেবেছিলাম, হয়তো কোনো সাধারণ সামরিক মহড়া হবে। কিন্তু মুহূর্তের মধ্যেই আমরা সারি সারি ক্ষেপণাস্ত্র আকাশে উঠতে দেখলাম।'