গণঅভ্যুত্থান কি মবের কাছে পরাজিত হবে?

By স্টার ভিউজরুম
12 June 2025, 16:56 PM

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে, 'আর মব চলতে দেওয়া হবে না'। উপদেষ্টারা একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রতিনিয়ত ছোট-বড় অসংখ্য বিক্ষোভ হচ্ছে এবং বিক্ষোভকারীরা তাৎক্ষণিক সমাধান চাচ্ছেন।

কুষ্টিয়ায় নারীর চুল কেটে নির্যাতনের ঘটনায় থানা ঘেরাও, নারী নির্যাতনকারীকে ফুলের মালা দিয়ে বরণ, গণপিটুনিতে মানুষ হত্যা, পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা—সবই যেন একেকটি দৃষ্টান্ত হয়ে উঠছে। এখন প্রশ্ন হচ্ছে, এই মব রাজত্ব কেন থামছে না? নারীরা কি আলাদা করে টার্গেট হচ্ছেন? আর সাধারণ মানুষ নিরাপত্তা পাবে কার কাছে?