সবার আগে প্রয়োজন সরকারের সদিচ্ছা ও মনোযোগ: রিজওয়ানুল ইসলাম

By স্টার এক্সপ্লেইন্স
20 March 2025, 16:49 PM

গত দুই দশক ধরে দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ভালো হলেও সে অনুযায়ী কর্মসংস্থান বাড়েনি, বরং যুবকদের মধ্যে বেড়েছে বেকারত্বের হার। আর কর্মসংস্থান যতটুকু হচ্ছে তার বেশিরভাগই অনানুষ্ঠানিক খাতে। জিনিসপত্রের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ছে না শ্রমিকের মজুরি। ফলে দিন দিন খারাপ হচ্ছে তাদের জীবনমান।

কেন হচ্ছে এমন? কেন অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য করে কর্মসংস্থান বাড়ছে না? কেন মজুরি বাড়ছে না? কীভাবে এই সংকট মোকাবিলা করতে হবে—এসব নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা, জেনাভার সাবেক বিশেষ উপদেষ্টা, অর্থনীতিবিদ রিজওয়ানুল ইসলাম।