শিল্পী এবং বুদ্ধিজীবী এই বিষয়টার মধ্যে আদতে কোনো পার্থক্য নেই: কৃষ্ণকলি
কৃষ্ণকলির অ্যালবাম ছিল জনপ্রিয় ও ব্যবসাসফল। শিল্পী হিসেবে পেয়েছেন গ্রহণযোগ্যতা ও খ্যাতি। ২০০৭ সালে 'সূর্যে বাঁধি বাসা' অ্যালবাম দিয়ে আত্মপ্রকাশ করেন তিনি। 'আলোর পিঠের আঁধার' ও 'বুনোফুল' নামে তার আরও দুটি অ্যালবাম প্রকাশিত হয়। ২০১০ সালে 'মনপুরা' সিনেমায় 'যাও পাখি বলো তারে' গানে চন্দনা মজুমদারের সঙ্গে কণ্ঠ দেন। শ্রেষ্ঠ নারী কন্ঠশিল্পী হিসেবে যৌথভাবে পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।