জাতির পিতা বিতর্কে কার লাভ কার ক্ষতি?

By স্টার ভিউজরুম
17 October 2024, 20:01 PM

অন্তর্বর্তী সরকার ঐতিহাসিক ৭ মার্চসহ আটটি জাতীয় দিবস বাতিল করেছে। একইদিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবারে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, এই সরকার বঙ্গবন্ধুকে জাতির জনক মনে করে না। তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা-সমালোচনা।

আটটি জাতীয় দিবস বাতিল ও উপদেষ্টা নাহিদ ইসলামের এই মন্তব্যের বিষয়ে স্টার ভিউজরুমের আজকের আলোচনায় সাদী মুহাম্মাদের সঙ্গে আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক সামসুদ্দোজা সাজেন।