কেন ডিমের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার?

By স্টার নিউজপ্লাস
16 October 2024, 19:19 PM

ঢাকা ও চট্টগ্রামের পাইকারি ব্যবসায়ীরা গত রোববার ডিম বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেন। যার প্রভাব পড়ে ডিমের খুচরা বাজারে। অনেক এলাকায় ডিম পাওয়া যাচ্ছিল না। ব্যবসায়ীরা কেন ডিম বিক্রি বন্ধ করে দিলেন? ডিমের বাজার অস্থির হওয়ার আসল কারণ কী? কবে কমবে ডিমের দাম? এসব জানবো আজকের স্টার নিউজপ্লাসে।