সাগর-রুনি হত্যার দিন কি হয়েছিল জানিয়েছেন রুনির ভাই নওশের রোমান

By স্টার কানেক্টস
30 September 2024, 18:55 PM

র‍্যাবের পরিবর্তে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে টাস্কফোর্স গঠন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আদেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ। তদন্ত প্রতিবেদন জমা দিতে গত এক যুগে ১১৩ বার সময়ে নেওয়ায় ন্যায় বিচারের আশা ছেড়ে দিয়েছিল তার পরিবার। হাইকোর্টের এমন আদেশে আবার আশার আলো দেখছে সাগর-রুনির পরিবার।

হত্যার দিন কি হয়েছিল সেখানে? সেদিনের কথাগুলো দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন মেহেরুন রুনির ভাই নওশের রোমান।